Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলহাজ্জ এম আবদুল ওহহাব বিএবিএড মাইজভান্ডারীর ৮ম মৃত্যুবার্ষিকী কাল

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ৭:৩১ পিএম

রাউজান হলদিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান,আমিরহাট হযরত এয়াছিনশাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা, মাইজভান্ডার দরবার শরিফের গাউছে জামান সৈয়দ শফিউল বশর কেবলার একনিষ্ট মুরিদান আলহাজ্জ এম আবদুল ওহহাব বিএ বিএড (রহঃ) ৮ম বার্ষিক ফাতেহা শরিফ নিজ বাড়ী পশ্চিম এয়াছিন্নগরে বৃহস্পতিবার সারাদিন ও সারারাত ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্টিত হবে। মরহুমের পুত্র আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আল আযহারী মাইজভান্ডারী জানান, সকালে ফুল দিয়ে কবর সজ্জিত,বাদে যোহর খতমে কোরআন,বিকাল ৩টা থেকে খতমে মোজমোয়ায়ে ছালাওয়াতে রাসুল (দঃ),বাদে আছর মরহুমের জীবনী আলোচনা ও নুরানী ওয়াজ,মিলাদ কিয়াম,মোনাজাত,এর পর ইফতার মাহফিল,মাগরিবের জামাত আদায় শেষে তাবরুক বিতরন,পরে বাজামাত তারাবিহ শেষে তরতিব মতে পবিত্র ছেমাহ মাহফিল, এরপর যিকির মোনাজাত অনিষ্টিত হবে। শায়েস্তা খান জানান ছেমাহ মাহফিল শেষে উপস্থিত সকলের জন্য চেহরীর ব্যাবস্থাও থাকবে। পরে ফজরের নামাজ জামাতের সহিত আদায়ে র মাধ্যমে সারাদিন ও সারা রাতের কর্মসূচীর সমাপ্তি ঘটবে। বার্ষিক ফাতেহা শরিফে সকলের উপস্থিতি কামনা করেছেন মরহুমের পুত্র চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রধান ড.নূ ক ম আকবর হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ