Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার ঈশ্বরদীর সাকিব হত্যা রহস্য উদঘাটিত, ২ মূল আসামি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ২:১৮ পিএম

মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে ঈশ্বরদী থানা পুলিশ চাঞ্চল্যকর সাকিব হত্যা কান্ডের রহস্য উদঘাটনসহ মূল ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। জানা গেছে, গত ২৫ মে'১৯ রাত সাড়ে ১২টায় ঈশ্বরদীর চক নারিচা বাগবাড়িয়া গ্রামের আলমগীরের ছেলে সাকিব (২১) সিগারেট (স্বাস্থ্যের জন্য ক্ষতিকর) কেনার অজুহাতে তারই আপন মামী মিলনের স্ত্রী বিলকিস আকতারকে ডাকলে বিলকিস দরজা খুলে দেয়। দরজা খোলা মাত্রই ভেতরে ঢুকেই সাকিব মামি বিলকিসকে কুপ্রস্তাব দেয়। বিলকিস রাজি না হলে সাকিব শক্তি প্রয়োগ করে। এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বিলকিস তার ছেলে ডাকে। মায়ের বিপদ অনুমান করে বিপ্লব আরও ৪/৫জনকে সংগে নিয়ে মায়ের ঘরে যায় এবং সাকিবকে জাপটে ধরে। সাকিব প্রায়ই বিলকিসকে কু-প্রস্তাব দিতো। এরই জের হিসেবে গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা সবাই মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সাকিবকে হত্যা করে জনৈক সাখাওয়াতের বাড়ির পাশে লাশ ফেলে রেখে ভোরের দিকে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠায় । ঐ দিনই থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম এর নির্দেশ অনুযায়ী ঈশ্বরদী সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল হক ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম এর নেতৃত্বে আইও এস আই অসীত, এস আই সুমন, এ এস আই শামীম ও এএসআই রফিকসহ একটি সুদক্ষ পুলিশ দল রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে তৎপরতা শুরু করেন। অবশেষে ৭২ ঘন্টা পার না-হতেই মূল আসামি মা- বেটাকে গতকাল ২৭ মে'১৯ ভোর রাতে শহরের অরনকোলা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পুলিশ ও কোর্টে জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ