Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্বটুবিয়া এলাকায় রোববার সকালে অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ রাকিব সরদার (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই ইউনিয়নের কালাইমারা এলাকার মৃত কালাম সরদারের ছেলে এবং ঢাকার উত্তরায় জুতার ব্যবসার সাথে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাকিব ঝাউদি ইউনিয়নে মাদক সরবারহ করে আসছিল। রোববার সকালে পূর্বটুবিয়া এলাকায় একটি বিস্কুটের কার্টনের মধ্যে ফেনসিডিলের বোতল ভরে বিক্রি করছিল রাকিব। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানে ৭৪ বোতল ফেনসিডিলসহ রাকিবকে গ্রেফতার করে।
মাদারীপুর সদর মডেল থানার উপপ এসআই শাহিন সরদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। আসামির কাছে থেকে উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য এক লাখ ১১ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ