Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু যুদ্ধের ঝুঁকি ২য় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু যুদ্ধ বেধে যওয়ার ঝুঁকি এখনই সবচেয়ে বেশি বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক নিরাপত্তা বিশেষজ্ঞ। বিশ্ব নেতাদের ‘অতি জরুরি’ ভিত্তিতে বিষটিকে আরো গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। খবরে বলা হয়, বর্তমানে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ নিরাপত্তা বিশেষজ্ঞ। বিশ্বের উচিৎ এ বিষয়টিকে আরো গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ বলে মঙ্গলবার মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘের ইনিস্টিটিউট ফর ডিসআর্মামেন্ট রিসার্চের (ইউএনআইডিআইআর) পরিচালক রেনাটা ডন জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ প্রত্যেকটি দেশের পরমাণু আধুনিকায়ন প্রকল্প রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু যুদ্ধের ঝুঁকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ