Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে ইউরোপে

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পূর্ব এবং পশ্চিম ইউরোপ। এ শঙ্কার কথা জানিয়েছেন রাশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইগর ইভানভ। আশির দশকের পরের যেকোনো সময়ের চেয়ে ইউরোপে বর্তমানে পরমাণু যুদ্ধের ঝুঁকি বেশি বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে একই অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্রের কথা বলে তার প্রতিবেশিদের ভীতি প্রদর্শন করছে।
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে রাশিয়া সরকারের মস্কোভিত্তিক একটি থিংক ট্যাংক গ্রুপের প্রধান ইভানভ বলেন, ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহার করে সংঘাতের ঝুঁকি আশির দশকের চেয়ে বেশি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিজেদের পরমাণবিক অস্ত্রাগার বাড়ানোর ফলে শান্তির সম্ভাবনা কমে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত এই দুই দেশের পারমাণবিক বোমার সংখ্যা ছিল সাত হাজারের বেশি, যা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশ। ইউক্রেন, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের একজন সংসদ সদস্যকে নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত একটি অনুষ্ঠানে ইভানভ আরো বলেন, আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে তা ব্যবহারের ঝুঁকি দিন দিন বাড়ছে। আরটি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে ইউরোপে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ