Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বসলো পদ্মা সেতুর ১৩ তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ১৯৫০ মিটার

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১১:১৪ এএম

পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো পদ্মা সেতুর মূল কাঠামোর ১৯৫০ মিটার।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুতে ১৩তম স্প্যান বসানো হয়।১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হয় এটি।

পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় গত শুক্রবার পদ্মা সেতুতে ১৩তম স্প্যান বসানো সম্ভব হয়নি।

পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, সকালে আবহাওয়া অনুকূলে থাকায় ১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হয়।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে পদ্মায় ঢেউ বেশি থাকায় স্প্যানবহনকারী ক্রেন রওনা দিতে বিলম্ব হয়। বেলা ১১টা ১০ মিনিটে স্প্যানটি নির্ধারিত দুটি পিলারের সামনে পৌঁছায়। ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি বহন করে।

স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে পৌঁছতে বেশি সময় লেগে যাওয়ায় সেটি শুক্রবার বসানো স্থগিত করা হয়। আজ সকালে আবার স্প্যান বসানো হয়।

এর আগে ৬ মে ১২তম স্প্যানটি সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়।

এরপর পর্যাক্রমে সেতুর ১২টি স্প্যান বসানো হয়। এখন পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর এক হাজার ৩৫০ মিটার ও মাওয়া প্রান্তে একটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যান মিলে ৩০০ মিটার এবং সেতুর মাঝ বরাবর একটি অস্থায়ীভাবে স্প্যান বসানোয় সেতুর মোট এক হাজার ৮০০ মিটার দৃশ্যমান রয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসবে।



 

Show all comments
  • shaukaut ২৫ মে, ২০১৯, ৫:৫৮ পিএম says : 0
    zara jatir pitar poribarke shonman dite hoparog tader deshe thakar odhikar nei raznitito onek durer kotha.....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা সেতু

১১ জানুয়ারি, ২০২৩
৩১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২৬ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ