Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরার সংকোচখালী গ্রামে সংঘর্ষ ২২ জন আহত

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ৮:৩০ পিএম

মাগুরা সদর থানার সংকোচ খালী গ্রামে দু দলের সংঘর্ষে উভয় দলের বৃদ্ধসহ ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকীদের অন্যত্র চিকিৎসা দেয়া হয়েছে। এলঅকাবাসী জানায়, সংকোচখালী গ্রামের নাসিরুল ইসলাম ও গোপাল গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান রাজীর এর সমর্থকদেও মধ্যে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষে ফেরার সময় দুদলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয় । শুক্রবার জুম্মা শেষে খোকন নামে একজনকে মারধর করে। এ ঘটনায় উভয়পক্ষ দেশীয় অস্্ের সজ্জিত হয়ে সংগর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় দলের ২২ জন আহত হয়। মাগুরা সদও থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ