বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক তিনটি ঘটনায় স্কুল ছাত্রী ও ইউপি সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে মা-ছেলে ও দাদী গুরুতর জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় মা নুরুনাহার (৩৫), ছেলে মো.হাসন (১৫), দাদী শাহানার বেগম (৬০) কে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। একই ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় একটি বাজারের কালেসনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংর্ঘষে ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। উভয় পক্ষের নূরমোহাম্মদ প্যাদা (৬০), ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক প্যাদা (৭০), ইউপি সদস্য খোকন প্যাদা (৪৫), মজনু প্যাদা (২৫), গেলাম মোস্তফা (৭৫) কে গুরুতর আবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই দিন বৃহস্পতিবার শেষ বিকালে জমি সংক্রন্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় মো. মজিবর রহমান জোমেদ্দার (৫২) ও তার স্কুল পড়–য়া মেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী মোসা.জুই গুরুতর আহত হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে এ ঘটনাটি ঘটে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। জুয়ের অবস্থা সংকটপন্ন হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে আহত পিতা মজিবর রহমান জোমেদ্দার জানান ।
কলাপপাড়া থানার ওসি মো. মনিরুজ্জাম জানান, এসব ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।