বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজন নিহতের পর তাদের লাশ গ্রামে বাড়ি পটুয়াখালীতে নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় লাশবাহী গাড়ী জেলার বাউফল উফজেলার সূর্যমনি ইউনিয়নের কালিকাপুর গ্রামে পৌছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার আকাশ বাতাস। সূর্যমণি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু সাংবাদিকদের জানান,বাদ আসর পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হবে।
উল্লেখ্য গাজিপুরের রেনেসা অ্যাপারেলস পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর শাহ আলম (৩৮), তার স্ত্রী একই কারখানার সুইং অপারেটর মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। ইসলামপুর শরীফ মার্কেটের ভাড়া বাসায় থাকতো। গতকাল রাতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকান্ডে তারা দগ্ধ হয়ে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।