Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্ককে আমেরিকার আল্টিমেটামে নিন্দা জানাল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:৪৭ পিএম

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের বিষয়ে তুরস্ককে আমেরিকা যে চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছে তার নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি মার্কিন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ককে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল না করলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনবিসি টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছে, যদি তুরস্ক রাশিয়া হতে এস-৪০০ গ্রহণ করে তাহলে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান পাওয়া থেকে বঞ্চিত হবে। তুরস্ক ১০০টি এফ-৩৫ বিমান কেনার অর্ডার দিয়েছে। শুধু তাই নয়, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট থেকেও তুরস্ককে বহিষ্কার করা হতে পারে বলে সিএনবিসি জানিয়েছে।

এ রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমরা বিষয়টিকে চরমভাবে নেতিবাচক হিসেবে বিবেচনা করছি। আমরা এ ধরনের সময়সীমা বেধে দেয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য মনে করি।”

গতকাল তিনি সাংবাদিকদের বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানসহ বহু কর্মকর্তা এ পর্যন্ত বিবৃতি দিয়েছেন যে, এস-৪০০ বিষয়ক চুক্তি চূড়ান্ত হয়েছে এবং তা থেকে পিছিয়ে যাবে না আংকারা। এটা এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

এর আগে গতকালই তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আমেরিকার দেয়া সময়সীমা মানবে না তার দেশ বরং মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে আংকারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ