Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনায় কার্গো জাহাজ-লঞ্চের সংঘর্ষ রক্ষা পেলেন তিন শতাধিক যাত্রী

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

 ঢাকা থেকে ছেড়ে আসা এম.ভি গেøারী অব শ্রীনগর-২ লঞ্চের সাথে একটি বালুবাহী কার্গো জাহাজের সংঘর্ষ হয়। সংঘর্ষে লঞ্চের তলাফেটে যায়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী-মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এম.ভি গেøারী অব শ্রীনগর-২ লঞ্চটি ঢাকা থেকে ভোলার লালমোহন যাচ্ছিল। লঞ্চে থাকা তিন শতাধিক যাত্রী প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহনগামী এম.ভি গেøারী অব শ্রীনগর-২ লঞ্চটির সাথে বালু ভর্তি কার্গো জাহাজের ধাক্কা লাগে। ধাক্কায় লঞ্চটির তলাফেটে যায় এবং পানি উঠে অর্ধনিমজ্জিত হয়ে যায়। লঞ্চটি দ্রæত নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন নৌযানের মাধ্যমে যাত্রীদের নিরাপদে নদীর পাড়ে নামানো হয়। স্থানীয় জনসাধারণ সহযোগিতা করেন। পরে ঢাকা থেকে এম.ভি গেøারী অব শ্রীনগর-৮ লঞ্চ এসে যাত্রীদের গন্তব্য উদ্দেশ্যে নিয়ে গেছে।
লঞ্চযাত্রী ডাক্তার মুকুলের কাছ থেকে সংবাদ পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ঘটনাস্থলে পৌছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সদস্য, মোহনপুর কোস্ট গার্ডের সদস্য, কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রামপুলিশ সদস্য, ফায়ার সার্ভিস এর সদস্য এবং মোহনপুর ও কলাকান্দা ইউনিয়নের জনগণের সহায়তায় লঞ্চ যাত্রীদের উদ্ধার কাজ করেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, উদ্ধার কাজ সংশ্লিষ্ট সরকারি দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করেন। আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং সকলের আন্তরিক সহযোগিতায় একটি মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেঘনা

২৪ জানুয়ারি, ২০২২
৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ