মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে হামলা থেকে নিবৃত্ত রাখতে চাচ্ছে, কোনো যুদ্ধ শুরু করার ইচ্ছা আমাদের নেই। মঙ্গলবার কংগ্রেস সদস্যদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, এটা কেবল ইরানকে নিরস্ত করা, কোনো যুদ্ধ শুরুর বিষয় না। আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না। মার্কিন স্থাপনায় হামলা থেকে ইরানকে নিরস্ত রাখতে যুক্তরাষ্ট্রের জোরালো পদক্ষেপকে কৃতিত্ব দিচ্ছেন শানাহান। স¤প্রতি মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, বি-৫২ বোমারু বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা প্রধান বলেন, আমেরিকান বাহিনীর বিরুদ্ধে হামলা থেকে নিরস্ত রাখতে আমাদের শক্তির পুনর্বিন্যাস করেছি। ইরান যাতে কোনো ভুল হিসাব না করে বসে, সেটাই ছিল আমাদের মূল কেন্দ্রবিন্দু। আমরা পরিস্থিতিতে নতুন উত্তেজনা চাই না। শানাহান দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করায় ইরানের কাছ থেকে আসা হুমকি কমে গেছে। এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।