মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে পরাজিত না করা পর্যন্ত আমেরিকার সেনারা সিরিয়ায় থাকবে। পম্পেওর এ বক্তব্যের ভেতর দিয়ে আবারো মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের সঙ্গে কোনো কোনো কর্মকর্তার ভিন্নমতের বিষয়টি ফুটে উঠলো। বুধবার পম্পেও মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে বলেন, সিরিয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সতর্কমূলক ও হিসাবি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেখান থেকে আমাদের ২,০০০ সেনা প্রত্যাহার করে নিচ্ছি এবং এ নিয়ে কোনো ভুল করা যাবে না। সিরিয়ায় আইএস খেলাফতের পরাজয় প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। তবে যতক্ষণ পর্যন্ত তা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে থাকছি। গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এর বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পদত্যাগ করেন। এছাড়া, আমেরিকার ভেতরে ও বাইরে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে এক রকমের তোলপাড় সৃষ্টি হয়। ইহুদিবাদী ইসরাইল ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।