Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে ২ জনের ২ বছর করে কারাদন্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ৩:২৯ পিএম

ভূঞাপুরে ১ মাদক সেবী ও ১ কুখ্যাত চোর কে ২ বছর করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট ঝোটন চন্দ বুধবার এ আদেশ দেন।
জানা যায়, উপজেলার ঘাটান্দি গ্রামের আব্দুল জলিল খানের ছেলে আব্দুস সাত্তার খান (৩৬) কে অতিরিক্ত মাদক সেবন ও বাড়িতে নানা রকমের নির্যাতনের কারণে তার বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে। অপর দিকে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারান্দায় ঘুমিয়ে থাকা রংপুর থেকে ধান কাটতে আসা দিন মজুরদের বিছানাপত্র হাতিয়ে টাকা পয়সা ও মোবাইল চুরির সময় ফসলান্দী গ্রামের হোসেন আলীর ছেলে ফারুক (২৫) কে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালত তাকেও ২ বছরের কারাদন্ড দেয়। উল্লেখ্য উভয়ই একই অভিযোগে একাধিক বার কারা ভোগ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ