বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা জোগাতে না পেরে গলায় ফাঁস দিয়ে ফরমান আলী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার ২জন স্ত্রী ও ১টি মেয়ে রয়েছে।
ফরমান আলীর চাচা মকবুল হোসেন জানান, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। এজন্য বিভিন্ন সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। এর পরেও তাকে মাদক গ্রহণ করা থেকে বিরত রাখা যায়নি।শনিবার সকালে নেশার টাকার সংগ্রহ করতে না পেরে ছটফট করতে থাকে। এক পর্যায়ে তাকে বাড়ীর পিছনে ঝোপের মধ্যে মেহেগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি থানায় নিয়ে গেছে।
এবিষয়ে ভূঞাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।