Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে ড্রেনে মিললো তরুণীর লাশ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:৩৬ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ড্রেন থেকে ভাসানী (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা দড়িপাড়া গ্রামের একটি ড্রেনে তার লাশ পাওয়া যায়। ভাসানী উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শালদাইর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।
 
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওর্সি) আব্দুস ছালাম মিঞা জানান, ভাসানী পার্শ্ববর্তী নিকলা দড়িপাড়া গ্রামে তার নানা রুস্তমের বাড়িতে থাকতেন। বুধবার সকালে তিনি বাবার বাড়ি যান। সন্ধ্যায় নানা বাড়িতে আসার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের  ড্রেনে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ড্রেনে ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। 
 
তিনি আরো জানান, পরিবারের লোকজনের দাবি, ভাসানী প্রতিবন্ধী ছিলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূঞাপুরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ