Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় দুই পোশাক কারখানায় শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১:৫৬ পিএম

শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক পক্ষ ও শ্রমিকদের মাঝে সু-সম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠ কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানায় তৃতীয় বারের মতো শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় টেক্সটাউন গ্রুপের টেক্সটাউন লিমিটেড ও অরনেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় কয়েক ঘণ্টার কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ ব্যাপারে টেক্সটাউন লিমিটেড ও অরনেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ম্যানেজার এইচ আর এন্ড কমপ্লায়েন্স মাহবুব সরোয়ার রিয়াদ জানান,ব্যতিক্রমধর্মী এ নির্বাচনে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত তিন হাজার শ্রমিক তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন। তাদের ভোটে টেক্সটাউন লিমিটেডে ৯ জন ও অরনেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৬ জন শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনে মোট প্রার্থী ছিল প্রায় ৩৩ জন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারখানার নির্বাহী পরিচালক (অব,) ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান, উপ-মহাব্যবস্থাপক ফরিদুল হাসান ফারুক, সহকারী মহা ব্যবস্থাপক লোকমান হোসেন, এইচ আর এন্ড এডমিন এর সিনিয়র ম্যানেজার মোফাজ্জজেল মোল্ল্যা, সহকারী ব্যবস্থাপক এইচ আর এন্ড কমপ্লায়েন্স সোহেল রানা, সিনিয়র অফিসার এইচ আর এন্ড এডমিন এস এম কবির হোসেনসহ বিভিন্ন বায়ারের প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশুলিয়া

২২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ