বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের জন্য পাচঁ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত¡বধানে উক্ত বিদ্যালয়ের মাঠে ১৫০ ফুট পাকা ড্রেন নির্মাণ সম্পন্ন হওয়ার পাঁচ দিন যেতে না যেতেই বেশ কিছু অংশ ধ্বসে পড়ে। জানাযায়, সোহাগ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান গত ৯মে নির্মাণকাজ সম্পন্ন করে। ড্রেনের দুই পাশের দেয়াল ১০ ইঞ্চি পুরু হলেও কিছু অংশের দ’ুপাশের পাঁচ ইঞ্চি পুরু দেওয়াল রয়েছে।
নিম্নমানের কাজ করায় ওই পাঁচ ইঞ্চি দেয়ালের এক পাশ ধসে নিচে পড়ে গেছে। এতে করে বিদ্যালয়ের আশপাশের স্থানীয় লোকজন উক্ত ড্রেন নির্মাণের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে। প্রধান শিক্ষক অনিমা রানি সাহা জানান, ‘আমি কাজটি দেখে অনাপত্তি পত্রে স্বাক্ষর দিতে চেয়েছিলাম। কিন্তু ঠিকাদারের ব্যাপক হুমকি-ধমকিতে আগে স্বাক্ষর দিতে বাধ্য হই। তবে ঠিকাদারের মোবাইল নম্বরে একাধিক যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফখরুল আলম বলেন, ‘কাজ তো ভালোই হয়েছিল, তবে সরজমিন গিয়ে বিষয়টি দেখব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।