বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান ক্রয়ের দাবি জানিয়েছে স্মারকলিপি দিয়েছেন দক্ষিন ও উত্তর জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাকের মাধ্যমে এক স্মারকলিপিতে সরকারের কাছে এ আহবান জানান বিএনপি নেতারা।
এর আগে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের অফিস অভিমুখে যাত্রা করলে পুলিশ বাঁধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, বিএনপি নেতা জাকির হোসেন বাবলু, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাড.নূরুল হক সহ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শত নেতা-কর্মী মিছিল সহকারে অংশ গ্রহন করেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বোরো ধানের মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় কৃষক পরিবারে হাহাকার সৃষ্টি হয়েছে। কিন্তু এনিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নেই। তবে সরকারের উচিত সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা।
gqgbwms‡n b¨vh¨ g~‡j¨ avb µ‡qi `vwe‡Z weGbwci ¯§viKwjwc
gqgbwmsn ey¨‡iv:
gqgbwms‡n K…lK‡`i KvQ †_‡K mivmwi b¨vh¨ g~‡j¨ avb µ‡qi `vwe Rvwb‡q‡Q ¯§viKwjwc w`‡q‡Qb `wÿb I DËi †Rjv weGbwc| g½jevi `ycy‡i gqgbwmsn †Rjv cÖkv‡Ki gva¨‡g GK ¯§viKwjwc‡Z miKv‡ii Kv‡Q G Avnevb Rvbvb weGbwc †bZviv|
Gi Av‡M bMixi bZzb evRvi¯’ `jxq Kvhv©jq †_‡K wgwQj mnKv‡i weGbwc I A½msMV‡bi †bZvKgx©iv †Rjv cÖkvm‡Ki Awdm Awfgy‡L hvÎv Ki‡j cywjk euvav †`q Ges e¨vbvi wQwb‡q †bq|
G mgq weGbwci mvsMVwbK m¤úv`K ˆmq` Ggivb mv‡jn wcÖÝ, `wÿY †Rjv weGbwci fvicÖvß mfvcwZ Aa¨vcK kwdKzj Bmjvg, mvavib m¤úv`K Avey Iqvnve AvK›`, mvsMVwbK m¤úv`K AvjgMxi gvngy` Avjg, weGbwc †bZv RvwKi †nv‡mb evejy, AvBbRxex †dviv‡gi mvavib m¤úv`K A¨vW.b~iæj nK mn cÖg~L Dcw¯’Z wQ‡jb| GQvovI Kg©m~Px‡Z weGbwc I A½ msMV‡bi K‡qK kZ †bZv-Kg©x wgwQj mnKv‡i Ask MÖnb K‡ib|
ˆmq` Ggivb mv‡jn wcÖÝ e‡jb, †ev‡iv av‡bi g~j¨ Drcv`b Li‡Pi †P‡q Kg nIqvq K…lK cwiev‡i nvnvKvi m„wó n‡q‡Q| wKš‘ Gwb‡q miKv‡ii †Kvb gv_v e¨v_v †bB| Z‡e miKv‡ii DwPZ mivmwi K…lK‡`i KvQ †_‡K b¨vh¨ g~‡j¨ avb µq Kiv|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।