পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধর্ষণের পর স্কুলছাত্রীকে ঘরের ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দিয়েছে পুলিশের এক সদস্য। এতে ধর্ষণের শিকার মেয়েটির হাড় ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর পৌরসভার টিবি ক্লিনিক সড়কে। এছাড়া রাজশাহীর দুর্গাপুরে এক গৃহবধূ ও মুন্সীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদিকে নরসিংদীর রায়পুরায় ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় একজনসহ বিভিন্ন স্থানে চারজনকে আটক করেছে আইন শৃঙ্খলাবাহিনী।
মাদারীপুর : মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোক্তার হোসেন নামের এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লাকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্যাতিত স্কুলছাত্রীকে রোববার রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মাদারীপুর পৌরসভার টিবি ক্লিনিক সড়কে এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মোক্তার হোসেন নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রীকে গত রোবাবর রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুলিশ লাইনের পুলিশ সদস্য মোক্তার হোসেন দীর্ঘদিন থেকে শহরের টিবি ক্লিনিক সড়কে ভাড়া থাকেন। কয়েক দিন আগে মোক্তারের অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রামের বাড়ি চলে যান। এই সুযোগ রোববার রাতে শহরের টিভি ক্লিনিক সড়কের প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ঘরে ডেকে নেন। এসময় দরজা বন্ধ করে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ সদস্য মোক্তার হোসেন স্কুলছাত্রীকে পেছনের ভেন্টিলেটর দিয়ে ফেলে দেন। এতে করে স্কুলছাত্রীর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতিত স্কুলছাত্রী ভাষ্যমতে, ‘ মোক্তার হোসেন আমাকে তার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে আমার সাথে খারাপ কাজ করেছে। পরে স্থানীয়রা টের পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে আমাকে তিনি ভেন্টিলেটর দিয়ে ফেলে দেন। এতে আমার পায়ের হার ভেঙে গেছে। এর আগে তিনি আমাকে লাঠি দিয়ে পিটিয়েছেন।’ মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শশাঙ্ক ঘোষ বলেন, ‘ধর্ষণের অভিযোগে একটি মেয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।’
অভিযুক্ত পুলিশ সদস্য মোক্তার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে শুধু শুধু স্থানীয়রা ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল।’ মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘এই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় পূবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গতকাল সোমবার সকালে সিলেট থেকে ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাঁটুভাঙা রেলস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে পুলিশ জানায়, মুজিবর রহমান এতোদিন সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন।
জানা গেছে, বাড়ির পাশের সবজি ক্ষেতে করলা তুলতে যায় ওই ছাত্রী। এ সময় ওই ছাত্রীকে জমির পাশে নির্জন একটি ঝোপে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের কৃষকরা ছুটে এলে ঘটনাস্থল থেকে মজিবুর পালিয়ে যান। ঘটনার পরদিন রাতে ধর্ষিতার মা হনুফা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণের দায়ে মজিবুরকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায় পাড়া গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ঐ গ্রামের বাসিন্দা কিশোর ইসমাইলকে আটক করেছে পুলিশ। গত রোববার দুপুর আনুমানিক আড়াইটার সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।
আমতলী, (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলায় হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামে তিন সন্তানের জনক কালাম মুন্সী (৪৫) নামে এক ব্যক্তিকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শিশুটির মা বাড়িতে না থাকায় তার ছোট ভাইকে নিয়ে বাসায় ছিল সে। এ সুযোগে কালাম মুন্সী শিশুটির সঙ্গে লুডু খেলতে বসে। কিছুক্ষণ পর তার ভাই ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে অভিযুক্ত কালাম মুন্সী শিশুটিকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চেলায়। শিশুটি তার পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসলে কালাম মুন্সী ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আমতলী মডেল থানার ওসি মো. আবুল বাশার জানান, শিশুটির জবানবন্দি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কালাম মুন্সীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
রাজশাহী : রাজশাহী দুর্গাপুরে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার বহ্মপুর পুর্বপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। গত রোববার রাতে ধর্ষণের শিকার নারী (২২) নিজে বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মৃত আব্দুর রহমানের ছেলে ধর্ষক জাহাঙ্গীর আলমকে (৩৫) একমাত্র আসামি করা হয়েছে। মামলার পেক্ষিতে পুলিশ ধর্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।