Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

লা লিগায় মাতালেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ৫:১৮ পিএম

স্প্যানিশ তথা বিশ্ব ফুটবলের অন্যতম বড় লিগ লা লিগায় ধারাভাষ্য দেয়ার সুযোগ মিলল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। গত শনিবার রাতে তিনি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেছেন ভ্যালেন্সিয়া আর ভায়াদলিদের ম্যাচে। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টা ১০ মিনিটে।

ম্যাচ শুরুর আগে সহকারী ভাষ্যকারদের বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল ভূঁইয়া। এছাড়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শকরা তাকে নানা প্রশ্ন করেছেন।

দুবাই ভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইনের আমন্ত্রণে লা লিগায় ধারাভাষ্য দিতে গেছেন জামাল ভূঁইয়া। রোববার আরও বড় লিওনেল মেসির বার্সেলোনা এবং এইবার ম্যাচের ধারাবিবরণীতে দেখা যাবার কথা থাকলেও বাংলাদেশের ঘরোয়া লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় দেশের ফিরে আসতে হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের এই তারকা ফরোয়ার্ডকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামাল ভূঁইয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ