প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সঞ্চলনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান ও সাইফ আলী খান। শো চলাকালীন শাহরুখ খানকে ‘শাট আপ’ বলে উঠেছিলেন এক যুবক! শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে শাহরুকের মাথায় তিনি ডিমও ভাঙ্গেন! নাম তার নীল নীতিন মুকেশ। নীল একজন মডেল। ওই অনুষ্ঠানে নীলের নাম নিয়ে মজা করেছিলেন শাহরুখ খান। এতে নীল নীতিন রেগে যান এবং চিৎকার করে শাহরুখকে চুপ করতে বলেন। স্টেজে সে সময় উপস্থিত ছিলেন বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফ। তারা দু’জনেই নীল নীতিনের ব্যবহারে প্রচন্ড বিস্মিত হন। ক্যাটরিনা নীল নীতিনকে সঙ্গে সঙ্গে শাহরুখের কাছে ক্ষমা চাইতে বলেন। কিন্তু নীল নীতিন তা করতে রাজি হন না। পরে অবশ্য বিখ্যাত এক সাংবাদিককে নীল নীতিন বলেছিলেন পুরোটাই অভিনয় ছাড়া কিছুই ছিল না।
নীল নীতিন বলেন, ‘ঘটনাটার কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। আমি স্বপ্নেও ভাবতে পারি না শাহরুখ খানকে আমি ‘শাট আপ’ বলেছি। এখানেই শেষ নয়, শোয়ের শেষে আমি শাহরুখ আর সাইফের মাথায় ডিম ভেঙেছিলাম। পুরোটাই শাহরুখ স্যার প্ল্যান করেছিলেন। আমাকে আগে থেকে জানানো হয়েছিল এমনটা করতে হবে। এমনকি আমাকে আগে আসতেও বলা হয়েছিল রিহার্সালের জন্য। আমি প্রথমে এমনটা করতে রাজি হয়নি। আজ অবধি আমি আমার গাড়ির ড্রাইভারের সঙ্গেও কোনদিন খারাপ ব্যবহার করিনি। কিন্তু শাহরুখ স্যার কিছুতেই শুনলেন না। উনি আমাকে আরো বললেন, শোয়ের শেষে তার এবং সাইফের দিকে ডিম ছুঁড়ে অসন্তুষ্টি প্রকাশ করতে। আমি শাহরুখ স্যারকে বলেছিলাম সেটা আমি কিছুতেই করতে পারব না। কিন্তু কে শোনে কার কথা! আমি কিন্তু শেষ অবধি তাদের দিকে ডিম ছুঁড়তে পারিনি। তার বদলে শাহরুখ আর সাইফের কাছে গিয়ে তাদের মাথায় ডিম ভেঙ্গেছিলাম।’
নীল নীতিন আরও বলেন, ‘বিপাশা আর ক্যাটরিনা সে সময় বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। পরে বিপাশা আমাকে বলে অভিনয় হলেও এটা তোমার করা উচিত হয়নি। তুমি শাহরুখের কাছে ক্ষমা চেয়ে নিও। তখন সবার চাপে পড়ে শাহরুখ স্যারের সঙ্গে ওইরকম ব্যবহার করেছিলাম। কিন্তু আর কোনদিনই এমন অভিনয়ও করবো না।’
এদিকে নীল নীতিনের এমন মন্তব্যে সত্যি সত্যিই প্রকাশ পেল অনুষ্ঠানের টি আর পি বাড়ানোর জন্য কত কিই না করতে হয় অভিনেতাদের!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।