Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুথফেরত জরিপ গুজব, এতে বিশ্বাস করবেন না -মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০২ পিএম

এক্সিট পোল বা বুথফেরত জরিপকে  স্রেফ গুজব আখ্যায়িত করে তা উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বুথফেরত জরিপে বিশ্বাস করবেন না।  ইভিএম ব্যবহার করে জালিয়াতি করার একটি গেম প্লান করা হয়েছে। তাই এমন জরিপে বিশ্বাস করবেন না। 
উল্লেখ্য, বেশির ভাগ বুথফেরত জরিপ পূর্বাভাষ দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিও লোকসভা নির্বাচনে বড় ধরনের জয় পেতে পারে। টুইটারে এর জবাব দিয়েছেন মমতা। তিনি বলেছেন, আমি বুথফেরত জরিপে বিশ্বাস করি না। হাজার হাজার ইভিএম ব্যবহার করে অথবা জালিয়াতি করে এই গুজবের মাধ্যমে একটি গেম প্লান সাজানো হয়েছে। আমি সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ,শক্তিশালী এবং দৃঢ় হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবো। তবে এটাকে খোঁড়া যুক্তি আখ্যাায়িত করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তারা টুইটারে মমতাকে এমন খোঁড়া যুক্তি দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিজেপি টুইটারে বলেছে, মমতা দিদি প্রত্যাখ্যান করা বন্ধ করুন। ভয়াবহ পরাজয়ে বাজে অজুহাত দিয়ে বুথফেরত জরিপের ফলকেই আপনি নিশ্চিত করছেন। আপনার এখন দিন গণনা শুরু হয়েছে। এখন বিজেপিই নতুন সোনার বাংলা গড়ে তুলবে। তৃণমূল কংগ্রেসের পরাজয় পশ্চিমবঙ্গে এক নতুন সূচনা নিশ্চিত করবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ