Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে ঘি-কমলা সড়কে ভাঙ্গণ রোধে প্রদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ৩:৪১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগাড়া ব্রীজ সংলগ্ন চত্রা নদী পুনঃখনন কাজ চলমান অবস্থায় হঠাৎ ঘিকমলা সড়কে ভাঙ্গণের সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে প্রদক্ষেপ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

জানাগেছে, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিনে চত্রা নদীর উৎপত্তিস্থল গড়াই-সিরাজপুর হাওড়ের হতে নারুয়া খেওয়া ঘাট পর্যন্ত ২৩ কিঃ মিঃ ২০১৮-১৯ অর্থ বছরে রাজবাড়ী পওর বিভাগাধীন বালিয়াকান্দি, পাংশা, কালুখালী উপজেলায় ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুণঃখনন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় চত্রা নদীর ১৬০০০ কিমি. ২৩০০০ কি.মি.=৭০০০ কি.মি পুণঃখনন কাজের প্যাকেজ নং-পি-৬/রাজবাড়ী। ঠিকাদারী প্রতিষ্ঠান নূনা ট্রেডার্স ১৫৪ মতিঝিল বা/এর ৭.৯৮ কোটি টাকা ব্যায়ে ১৬.০০০ থেকে ২৩.০০০=৭.০০০ কি.মি খাল পুনঃখনন শুরু করা হয়েছে। গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা এলাকায় প্রায় ২শত মিটার পাকা সড়ক ধ্বসে পরেছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে ব্যাহত হওয়ায় রাস্তায় যানবাহন চলা চলের উপযোগী করতে ব্যবস্থা নিয়েছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে এলাকাবাসী জানান, চত্রানদীতে খননকাজে অতিরিক্ত গভীর করায় ও রাস্তার পাশের মাটি বেলে হওয়ায় মাটি ধসে রাস্তা ভেঙ্গে গেছে। নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম বলেন, নদীর দুপাশে পাকা রাস্তা থাকায় খননের কারনে নদীর প্রস্থ বৃদ্ধি পাওয়ায় রাস্তায় ফাটল ধরেছে। রাস্তা ভাঙ্গন বিষয়ে টিকাদার মো. আবুল কালাম আজাদ জানান, ঐ স্থানের মাটি বেলে হওয়ায় বৃষ্টিতে রাস্তার পাশের মাটি সরে যাবার কারনে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আমরা প্রকল্পের নিয়ম অনুযায়ী নদী খনন কাজ করছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, নদী খনন বিষয়ে দরপত্রের ডিজাইন অনুযায়ী কাজ করা হচ্ছে। সড়কে ফাটল ধরেছে বিষয়টি উর্ধত্বন কর্তৃপক্ষকে জানানো হলে উপ-বিভাগীয় প্রকৌশলী গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে এসে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক নিদের্শনা দেন। দিক নিদের্শনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম নূরনবী জানান, নদীর খননকৃত অতিরিক্ত মাটির চাপে ও চত্রা নদীর মাটি বেলে হওয়ায় এবং অতি মাত্রায় বৃষ্টির ফলে মাটি ধ্বস নেমে রাস্তায় ফাটলের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভেকু দ্বারা জরুরি ভিত্তিতে রাস্তার পাশে থাকা অতিরিক্ত মাটি অপসারনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং রাস্তার ফাটল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজবাড়ী

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ