গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪২টি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৯০৭ পিস ইয়াবা ট্যাবলেটে, ৩৬৭ গ্রাম ১৫০০ পুরিয়া হেরোইন, এক কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৪ ক্যান বিয়ার ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।