Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার সোমেশ্বরী নদীর চোরাবালিতে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৪:৪৯ পিএম

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালুর চোরাবালীতে পড়ে সাকিবুল হাসান সাকিব (৫) নামক এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মুজিবনগর আবাসন গ্রামের সুজন মিয়ার ছেলে সাকিব বৃহস্পতিবার বিকালে সোমেশ্বরী নদীতে পানি কম থাকায় গোসল করতে নামে। এরই এক পর্যায়ে চোরাবালী পড়ে সাকিব তলিয়ে যায়। পরিবার ও আশপাশের লোকজন নদীর পানিতে অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পায়নি। পরে পুলিশের সহায়তায় শুক্রবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিস থেকে ডুবুরী এনে প্রায় এক ঘন্টা তল্লাশীর পর নদী থেকে সাকিবের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি নদীর চোরাবালীতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকিবের মৃতদেহ তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ