বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের দুই শিক্ষার্থী ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন হয়রানীর অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর থানায় এক প্রেস ব্রিফিং করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইকোপার্ক এলাকা থেকে মামলার এজহারভুক্ত চার আসামি নাভেদ, সায়েম, মুন্না ও লোকমানকে গ্রেফতার করা হয়। কলেজছাত্রী সুইটি রাণী দেব, বিউটি রাণী দেব ও জাহানারা আক্তার জুলি শহরের সোনাপুর শফিকুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। কলেজে আসা যাওয়ার পথে গতিপথ রোধ করে আসামিরা দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব, নানা অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের উত্ত্যক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আসামিরা চুলের মুঠি ধরে মাটিতে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে। পরে তারা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেন। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
শ্লীলতাহনীর ঘটনায় গত সোমবার রাতে বিউটির খালাত ভাই একটি বেসরকারি কলেজের শিক্ষক সুমন কান্তি দেব নাথ মৌলভীবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।