Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর ৫৯ এলাকার পানি দূষিত স্বীকার করল ওয়াসা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৩ এএম

অবশেষে রাজধানীর ৫৯টি এলাকায় নিজেদের সরবরাহ করা পানি দূষিত বলে স্বীকার করেছে ঢাকা ওয়াসা। এই প্রথম ওয়াসার দূষিত পানির বিষয়টি স্বীকার করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে ঢাকার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটি। এদিকে ওয়াসার দূষিত পানির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের মতামত জানতে চেয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিপোর্ট জমা দেয়া হয়। ওয়াসার ১১টি জোনের এই ৫৯ এলাকায় ওয়াসার পানি দূষিত বলে স্বীকারোক্তি এসেছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার ৬৯ এলাকার পানি বেশি দূষিত। ওয়াসার সরবরাহকৃত বাসা বাড়ির ট্যাপের পানি পরক্ষা করে এই প্রতিবেদন দেয়া হয়। এসময় আদালত বলে, কেবল পানি উৎপাদন করা ওয়াসার এমডির দায়িত্ব নয়, মানুষের দোরগোড়ায় বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ায় তার কাজ।
ময়লা আর দুর্গন্ধযুক্ত ওয়াসার পানি নিয়ে অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি ঢাকায় পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটি নিয়ে টিআইবির এক গবেষণা প্রতিবেদনকে ঘিরে আবার আলোচনায় উঠে আসে ওয়াসার পানি।
এদিকে ওয়াসার দূষিত পানির বিষয়ে মতামত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিভাগের চেয়ারম্যানকে ২১ মে আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াসা

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ