Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘সিটি কর্পোরেশন নাগরিকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু’

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৪ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক এলাকা উন্নয়নে এগিয়ে গেছে। কিন্তু আমরা কিছুটা পিছিয়ে আছি। রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু। এখান থেকে নাগরিকরা অনেক কিছুই প্রত্যাশা করে। সিটি কর্পোরেশন অনেক প্রত্যাশা পূরণ করছে। এটি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের এনেক্স সিটি হলরুমে রাজশাহী রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপার এ্যাসোসিয়েশন (রেডা) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে এখন বহুতল ভবন হচ্ছে। আগামীতেও আরো হবে। কিন্তু আমাদের পরিকল্পিতভাবে নগরায়ন করতে হবে। ভবন তৈরি করতে গিয়ে গাছ কাটা যাবে না, বরং গাছ লাগাতে হবে, শহরকে আরো সবুজ করতে হবে। এ সময় ভবন নির্মাণে বিল্ডিং কোড আইন মানা ও ভবনের সামনে পর্যপ্ত জায়গা রেখে ভবন নির্মান করতে হবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিমসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ