Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ

রানার্স আপের লড়াইয়ে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রিমিয়ার ফুটবলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এখন রানার্স আপের স্বপ্ন দেখছে। এম.এ. আজিজ স্টেডিয়ামে গতকালের ম্যাচে রেলিগেশনে নেমে যাওয়া জেলা পুলিশ একাদশকে ২-০ গোলে হারায় সিটি কর্পোরেশন একাদশ। এ জয়ের সুবাদে ৮ খেলা শেষে ১৪ পয়েন্ট পেয়ে অপর দুই রানার্স আপ প্রত্যাশী চট্টগ্রাম বন্দর ও কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সাথে রয়েছে ২য় স্থানে। এ তিন দলের রয়েছে আরেকটি করে খেলা। এ খেলাগুলোর নির্ভর করবে কোন দলটি হবে রানার্স আপ। এদিকে আগেই প্রথম বিভাগে নেমে যাওয়া পুলিশ দল গতকাল দু’টি গোল হজম করার সুবাদে এ পর্যন্ত ৩২ গোল খেয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ও মাদারবাড়ি উদয়ন সংঘের মধ্যকার দিনের অপর ম্যাচে গোলশূন্যভাবে শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ