বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ১৭১ জন পরীক্ষার্থী। গত ৬ মে ঘোষিত ফলাফলে উত্তীর্ণ হন ৮০ হাজার ১৬২ জন। আর ফলাফল ঘোষণার পর উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছেন ১০ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী। আবেদনের শেষ দিন ছিল গত ১৩ মে।
সিলেট শিক্ষা বোর্ড সুত্র জানিয়েছে- এবার সিলেট বোর্ডে উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছেন ১০ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১০ শতাংশের বেশী। এসএসসিতে পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে এটি রেকর্ড সংখ্যক আবেদন বলে জানা গেছে। এছাড়া দেশের বাকি বোর্ডগুলোতেও এবার আবেদনের সংখ্যা অন্যান্যবারের চেয়ে বেশী বলে জানা গেছে।
সিলেট বোর্ডে খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদনকারীদের বেশিরভাই করেছে গণিত বিষয়ে। আগামী ২ জুনের মধ্যে পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা আবেদনকারীরা ফল জানতে পারবে বলে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।