Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের উত্তাল জম্মু-কাশ্মীর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

জম্মু ও কাশ্মীরে তিন বছরের এক শিশুকন্যার ধর্ষণের প্রতিবাদে তুমুল বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে এরমধ্যেই সেখানে ফের ধর্ষণের শিকার হয়েছে আরেক এক কিশোরী। রবিবার মেয়েটিকে ধর্ষণ করা হলেও ঘটনার কথা জানাজানি হয় মঙ্গলবার। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৯ মে কাশ্মীরের বান্দিপোরা এলাকায় মালিকপোরা গ্রামে তিন বছরের এক শিশুকন্যাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। এ খবর স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বিক্ষোভে নামে কাশ্মীরবাসী। অভিযুক্ত ওই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষকের ফাঁসি দাবি করছে বিক্ষোভকারীরা। এনিয়ে সোমবার মালিকপোরা ধর্ষণের প্রতিবাদে কাশ্মীর-জুড়ে ধর্মঘট পালন করা হয়। মঙ্গলবারও চলে বিক্ষোভ। খবরে বলা হয়েছে, বিক্ষোভে সেখানকার হাজারো মানুষ রাস্তায় নামে। বিক্ষোভকারীদের উপর পুলিশ টিয়ার গ্যাস চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তার মধ্যেই গত রবিবার কাশ্মীরের গান্দেরবাল এলাকায় ধর্ষণের শিকার হয় আরও এক কিশোরী। এই ঘটনায় অভিযুক্ত আসিফ ওয়ানি নামে ২০ বছরের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গান্দেরবালের এসএসপি খলিল আহমেদ অভিযুক্ত আসিফ ওয়ানিকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। জানা যায়, বাড়ির সবাই যখন ইফতারে ব্যস্ত, সেই সময় মেয়েটিকে অপহরণ করা হয়। পরে বাড়ির পেছন থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবারও ধর্ষকের মৃত্যুদণ্ড চেয়ে বিক্ষোভ অব্যাহত থাকে। এদিন বান্দিপোর অঞ্চলে বন্ধ রাখা হয় স্কুল ও কলেজ। গত রবিবার বিক্ষোভরত তরুণ এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে বান্দিপোরা এবং বাডগাম জেলায়। অন্য দিকে বারামুলা জেলায় বিক্ষোভ ধ্বংসাত্মক রূপ নেয়। সংঘর্ষে আহত হন বেশ কয়েক জন নিরাপত্তাকর্মী এবং বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে উত্তর এবং মধ্য কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। উত্তর কাশ্মিরের ডিআইজি সুলেমান চৌধুরী ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন পুলিশ এই ঘটনায় খুবই তৎপর হয়ে পস্কো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ এবং ৩৭৬ ধারায় এফআইআর দায়ের করেছে। ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করছি আমরা’। বলেন সুলেমান চৌধুরী। আপাতত ওই অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে কাশ্মির প্রশাসন। এনডিটিভি, পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Kawsir ১৬ মে, ২০১৯, ১০:২৩ এএম says : 0
    উপমহাদেশে ধর্ষণ মহামারিতে রূপ নিয়েছে
    Total Reply(0) Reply
  • Habib Ahsan ১৬ মে, ২০১৯, ১০:২৩ এএম says : 0
    ধষণেৃর বিরুদ্ধে সবার উচিত প্রতিবাদ করা।
    Total Reply(0) Reply
  • Niloy Khan ১৬ মে, ২০১৯, ১০:২৪ এএম says : 0
    সারা বিশ্বে ধষর্ণের শাস্তি মৃত্যুদন্ড করা উচিত
    Total Reply(0) Reply
  • Mahabubur Rahman ১৬ মে, ২০১৯, ১০:২৫ এএম says : 0
    অপরাধীর উপযুক্ত শাস্তি চাই
    Total Reply(0) Reply
  • Kabir Ahmed ১৬ মে, ২০১৯, ১০:২৬ এএম says : 0
    আর আমাদের দেশে প্রতিদিন এত ধর্ষণের ঘটনা ঘটে আর আমরা সবাই নিরব!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জম্মু-কাশ্মীর

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ