Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে পাচারকারীদের হাত থেকে শিশু উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৪:৩২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে পাচারকারীদের থেকে দুটি শিশু উদ্ধার হয়েছে। শিশুরা হলো, মঙ্গলপৈতা গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মিলন হোসেন (৮) ও মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন (৬)। বুধবার সকালে মঙ্গলপৈতা গ্রামের মাঠে ছাগল চরানোর সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে মঙ্গলপৈতা গ্রামের মাঠে ছাগল চরাতে যায় তারা। এরপর বস্তা হাতে দুইজন অপরিচিত ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। কাছে গিয়ে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখায়। দুইজন মিলে প্রথমে শিশু রাজুকে জোরপূর্বক বস্তায় ভরে। এরপর মিলনকে হাত-পা বেধে বস্তায় ভরার চেষ্টা করে। এ সময় শিশু মিলনের চিৎকারে পার্শ্ববর্তী ক্ষেতে কাজ করা কৃষকরা এগিয়ে এলে পাচারকারীরা শিশুদের ফেলে রেখে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার সুবর্ণসারা পুলিশ ক্যাম্পের আইসি এসআই সৈয়দ আলী জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ