Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮১ দিন পর অপহৃত শিশু উদ্ধার গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অপহরণের ৮১ দিন পর উদ্ধার হলো ৭ বছরের শিশু নাঈমুল হাসান। সোমবার রাতে নগরীর বাকলিয়া থানার রফিক সওদাগরের কলোনী থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো, মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানার সবুজ গ্রাম। বাসা নগরীর বাকলিয়ার রফিক সওদাগরের কলোনীতে।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট কক্সবাজার জেলার মহেশখালীর ৯নং ওয়ার্ডের সাইরার ডেইলের আবদুল হাইয়ের পুত্র নাঈমুল হাসানকে অপহরণ করা হয়। শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে র‌্যাব মামলা তদন্ত করতে গিয়ে এ অভিযান চালায়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধার শিশুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ