Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহৃত শিশু উদ্ধার আটক ১

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুঠুরাকান্দা গ্রাম থেকে অপহৃত শিশু বাবুল হোসেন (৯)-কে গত রোববার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অপহরণে জড়িত সন্দেহে নান্দাইলের আচারগাঁও ঝাউগড়া গ্রামের আব্দুল হেলিমের পুত্র আল আমিন ওরফে রিফাতকে (২০) গ্রেফতার করেছেন। ­­­­জানা যায়, ফুলপুর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের সৌদী প্রবাসী মো. দুলাল মিয়ার পুত্র তৃতীয় শ্রেণির ছাত্র বাবুল হোসেনকে গত শুক্রবার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ডিবির এসআই মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীকে শনাক্ত করে গত রোববার গৌরীপুর উপজেলার কলতাপাড়া থেকে শিশুটিকে উদ্ধার ও জড়িত রিফাতকে গ্রেফতার করেছেন বলে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইমারত হোসেন গাজী নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহৃত শিশু উদ্ধার আটক ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ