Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে টিসিবির তেল,ডাল, ছোলাসহ ডিলার ও ব্যবসায়ী আটক

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ৭:১৫ পিএম

টিসিবির তেল, ডাল , ছোলা ন্যায্যমূল্যে খোলা বাজারে না বিক্রি করে কালবাজারে (দোকানে ) বিক্রির অপরাধে ময়মনসিংহের গফরগাঁওয়ে টিসিবর ১ জন ডিলার ও ১ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খানের নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের জামতলা মোড় এলাকায় মেসার্স আর্মী ষ্টোর নামক দোকোনে এবং মধ্যবাজারে বারী ষ্টোরের গুদামে অভিযান চালিয়ে টিসিবির ৪০০ কেজি মশুর ডাল. ৬২৫ কেজি ছোলা ও ৯৮০ লিটার তেল জব্দ করে থানা পুলিশ। এ সময় কালবাজারে মাল বিক্রি ও অবৈধ মজুদের অপরাধে বারী ষ্টোরের মালিক ও টিসিবি ডিলার আব্দুল বারীকে এবং কালবাজারের মাল ক্রয় এবং অবৈধ মজুদের অপরাধে আর্মী ষ্টোরের মালিক বাবুলকে আটক করে।
রমযান মাসে জনসাধারনের বিশেষ করে গরীব মানুষের দুঃখ লাগবের জন্য সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থা করে। উপজেলা সদরের টিসিবি ডিলার মেসার্স বারী ষ্টোর গত ২ মে টিসিবির ময়মনসিংহ কার্যালয় হতে ১০০০ কেজি চিনি, ৩০০ কেজি মশুর ডাল. ৫০০ কেজি ছোলা ও ৭০০ লিটার উত্তোলন করে। উত্তোলনকৃত চিনি ৪৭ টাকা কেজি দরে, ডাল ৪৪ টাকা কেজি দরে, ছোলা ৬০ টাকা কেজি দরে, তেল ৮৫ টাকা লিটার দরে মধ্যবিত্ত ও গরীব ক্রেতাদের কাছে বিক্রি করার কথা। এলাকাবাসীর অভিযোগ এক ছটাক পণ্যও টিসিবি ডিলার বারী ষ্টোর উপজেলার সদরের কোথাও ন্যায্যমূলে বিক্রি করে নাই। ভূয়া মাষ্টার রোল তৈরী করে উত্তোলনকৃত পণ্য মজুতদারী করেছে ও কালোবাজারে বিক্রি করে দিয়েছে বারী ষ্টোরের মালিক।
ময়মনসিংহ টিসিবি অফিস প্রধান ও উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, ডিলার যদি কালো বাজারে মাল বিক্রি করে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনা তদন্ত করা হচ্ছে । অভিযোগের সত্যতা পাওয়া গেলে ৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ী আটক

৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ