Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

পুলিশের নজর এড়াতে পাঠাও যোগে গ্রাহকের কাছে মাদক বিক্রিকালে হাতেনাতে গ্রেফতার হয়েছেন নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী মো. রেজাউল করিম ওরফে ডাইল করিম (৪৪)। শুক্রবার গভীর রাতে নগরীর আগ্রাবাদ মুহুরীপাড়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ডাইল করিম পাঠাও চড়ে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিতেই সে পাঠাও ব্যবহার করছিল বলে জানায়।

পুলিশ জানায় একচেটিয়া মাদক ব্যবসার জন্য তাকে ‘ডাইলের ডন’ বলা হয়। মাদক সরবরাহের জন্য তার আলাদা সন্ত্রাসী গ্রুপ আছে।
মাদক বিক্রির সুবাদে সে এলাকাভিত্তিক কাউন্টার করে মাদক সরবরাহ করে। তাকে গ্রেফতার করতে গেলে সে তার সহযোগীদের নিয়ে একাধিকবার পুলিশের উপর হামলা করে। এর আগে একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি শুরু করে সে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ