Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে থানা থেকে ১১ মামলার আসামি পালাবার পরে পুনরায় গ্রেপ্তার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৬:৪০ পিএম

বরিশালের ১১ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী দা পলাশ পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হলেও থানা থেকে পালিয়ে যাবার পরে রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসী পলাশকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থানায় ছুটে গিয়ে এই সন্ত্রাসীর অতীত রেকর্ড খতিয়ে দেখেছেন বলেও জানা গেছে।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডের শিশুপার্ক কলোনীর পলাশ দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। পাশাপাশি সে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিল। পলাশের বিরুদ্ধে থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। কিন্তু অতীতের রেকর্ড গোপনে মামলা থেকে জামিন নিয়ে ফের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। শুক্রবার রাতে সন্ত্রাসী ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে নগরীর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খান মো. জামাল হোসাইনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে পলাশ। এই খবরে মহানগর পুলিশের কোতয়ালি ও কাউনিয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে শিশুপার্ক কলোনী থেকে গ্রেপ্তার। এসময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে কোতয়ালি থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে সে নগরীর মোহাম্মদপুর এলাকায় ঘরে অস্ত্র মওজুত রাখার কথা স্বীকার করে। এসময় দুই থানা পুলিশের যৌথ অভিযানে সেখান থেকে একটি বগি দা, একটি চাপাতি ও চারটি লোহার রড উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় পলাশের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের এবং পরবর্তীতে গভীর রাতে কাউনিয়া থানায় সোপর্দ করে কোতয়ালি পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে পলাশকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় ডিউটি অফিসারের কক্ষ থেকে থানার হাজতখানায় নেয়ার সময় পলাশ দৌঁড়ে পালিয়ে যায়।
এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশে শুরু হয় তোলপাড়। তখন এই শীর্ষ সন্ত্রাসীকে পুনরায় গ্রেপ্তার অভিযানে নামে শীর্ষ কর্মকর্তা সহ কাউনিয়া থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য। কিন্তু সে আত্মগোপন করায় রাতভর অভিযানেও তাকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে আরও বেকায়দায় পরে পুলিশ। তবে পুলিশ সদস্যরা সন্ত্রাসী পলাশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছিল। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই আশুতোষ দাস বাদি হয়ে পলাশের বিরুদ্ধে কাউনিয়া থানায় আরো একটি মামলা দায়ের করে।

শনিবার সকাল ৬টার দিকে পলাশকে কাউনিয়া থানাধীন কমিশনার গলির একটি গোপন কক্ষে পাওয়া যায়। শীর্ষ সন্ত্রাসী পলাশকে থানা হেফাজতে রেখে উচ্চপদস্থ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন বলে কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ