মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নাম্বার দিয়েছে হোয়াইট হাউজ। এজন্য সুইজারল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন প্রশাসন। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার কারণে ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করে সুইস দূতাবাস।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এক রিপোর্টে বলেছে, সুইস সরকারের কাছে নাম্বার দিয়ে হোয়াইট হাউজ আশা করছে যে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগ করবে ইরান।
একটি সূত্র সিএনএন-কে বলেছে, হোয়াইট হাউজের পক্ষ থেকে সুইস সরকারের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করা হয়। ওইদিনই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা কমাতে তাকে ফোন করার জন্য প্রকাশ্যে তেহরানের প্রতি আহ্বান জানান। সূত্র বলছে, এটি মোটামুটি প্রায় অসম্ভব যে, ইরান সুইস সরকারের কাছে ফোন নাম্বার চেয়েছে।
গত বৃহস্পতিবার ইরানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী বলে জনালেও ট্রাম্প একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। ইরানের পক্ষ থেকে গতকাল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।