Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ৫:২৭ পিএম | আপডেট : ৮:০৯ পিএম, ১০ মে, ২০১৯

সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে কামাল উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামের হাজী মালেকের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই বাড়ীর হাজী আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় হারিছ চৌধুরী বাজারের একজন হোটেল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বোতলে করে পানি নিয়ে নিজেদের ঘরে থাকা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রাখছিলেন কামাল উদ্দিন। অনেক দিনের পুরাতন হওয়ায় ফ্রিজটি বিদ্যুতায়িত হয়ে থাকে। পানি রাখার জন্য ফ্রিজ খোলার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে কামালের মৃত্যু হয়।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ