ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম বরুণ বিশ্বাস (১৯)। জগন্নাথ হলের শিক্ষার্থী তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথ হলের ভেতরে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বন্ধু অপূর্ব জানান, ডাব গাছে উঠে হঠাৎ অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যায় বরুণ। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, নিহত বরুণ বরিশালের উজিরপুর থানার বুদ্ধিরশ্বর বিশ্বাসের ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।