Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১০ টাকার শাকে রণক্ষেত্র

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১০:৪২ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে ১০ টাকার পাট শাক বিক্রি নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১১৭ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত বুধবার রাতে উপজেলা সদরের নতুন বাজারে চরবিশ^নাথপুর গ্রামের কৃষক মুস্তফা (৩৫) পাট শাক বিক্রি করতে আসে। এ সময় পদুরগাতি গ্রামের শহিদ মিয়া (৪৫) পাট শাক ক্রয়ের দরদাম নিয়ে মুস্তফার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় ওই দিন রাত ১০টার দিকে চর এলাকার ও পদুরগাতি গ্রামের দু’পক্ষের শতশত লোকজন ধারালো অস্ত্র নিয়ে থানার নিকটবর্তী নতুন বাজার এলাকায় জড়ো হয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলে হেসেনপুর থানার পুলিশ দু-পক্ষের সংঘর্ষ থামানোর চেষ্ঠা করলে ৬ জন পুলিশ আহত হয়, পরে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ১১৭ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ার সেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ধাওয়া পাল্ট ধাওয়া শুরু হলে ইটের আঘাতে ও পুলিশের শর্ট গানের গুলিতে ৬ পুলিশসহ দুপক্ষের অন্তত ৪০ জন আহত হয় বলে জানা গেছে। আহতরা হলেন হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, এসআই আসাদুল্লাহ, এএসআই মেহেদী হাসান, এএসআই মানিক মিয়া, কনস্টেবল ফেরদৌছ রায়হান, আমিনুল ইসলাম। অন্য দুপক্ষের আহতরা হলেন মো. নোমান মিয়া (৫০) বাবুল মিয়া (৪০) কুকিজ মিয়া (৩৮) লিটন মিয়া (৪০) রিটন মিয়া (৩৮) ইব্রাহীম মিয়া (৬০) পায়েল (৩৮) ওমর ফারুক (৪০) আমির হোসেন (৪০) আলফাজ (৪৫) সাদেক (২০) শাহীন (২৫) শামীম (৩০) মরজত আলি (৫৫) ফারুক (৪০) ইব্রাহীম (৬০)।
এছাড়াও আহত অনেকে গ্রেপ্তার আতঙ্কে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছে। এ দিকে নতুন বাজার এলাকার ব্যাবসায়ীরা এ ঘঠনায় আতঙ্কে রয়েছেন। উপজেলার চর এলাকা ও পদুরগাতি এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে নতুন বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রণক্ষেত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ