প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রোজা নিয়ে গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘রমজান (ওরে ভাই মুসলমান)’ শিরোনামের ওই গানটি বিশ্ব মুসলিমের প্রতি ছড়িয়ে দিচ্ছে আত্মশুদ্ধি ও সংযম সাধনার বার্তা। আহ্বান জানাচ্ছে পবিত্র সিয়াম সাধনার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। সমবেত কণ্ঠের গানটি গেয়েছেন তরুণ শিল্পী কোনাল, মুহিন, আজিজ ও রন্টি। রমজান উপলক্ষ্যে গানটির একটি নতুন মিউজিক ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। এ ছাড়াও, গানটির অডিও মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’-এ প্রকাশিত হয়েছে। গানটি সম্পর্কে মাহবুবুল এ খালিদ বলেন, ধর্মপ্রাণ মুসলমানগণ মাহে রমজানে রোজা রাখার মাধ্যমে সংযম সাধনায় কাটান। কিন্তু রমজান শুধু আহার বর্জন করা নয়। পঞ্চ ইন্দ্রিয়ের সংযমী ব্যবহারের মাধ্যমে যথাযথভাবে সিয়াম সাধনার মাস। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখে, আল্লাহতায়ালা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। এ মাসে যিনি উদার হস্তে গরীবদের দান করেন, আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামত প্রদান করেন। ‘রমজান (ওরে ভাই মুসলমান)’ গানটির মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে। আশা করি, গানটির মাধ্যমে সবাই রমজানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।