বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় চমক আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উছমানপুর ইউপির রাঙ্গাপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত চমক আলী উপজেলার রাঙ্গাপুর গ্রামর মৃত গোলাম আলীর ছেলে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন প্রতিপক্ষের হামলায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে রাঙ্গাপুর গ্রামের চমক আলীর হাঁস একই বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে আলাল মিয়া গংদের মোরগীর সাথে মারামারিকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে আলাল মিয়ার ভাই সহ বেশ ক'জন মিলে অর্তকিত ভাবে চমক আলীর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থা চমক আলীকে তাজপুর প্যারাডাইজ ক্লিনিকে নিয়ে যাবার পথে তিনি মারা যান। নিহতেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।