বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কাঞ্চন বানু (৫৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় এ ঘটনাটি ঘটে। নিহত কাঞ্চন বানু কামারকোনা মহল্লার মহর উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কাঞ্চন বানু প্রতিদিনের মতো রান্নার কাজ করছিলেন। রান্না শেষ করে ইফতার করার জন্য ঘরে যেতে চাইলে ভেতর থেকে স্বামী মহর উদ্দিন ধারালো দা দিয়ে তার বুকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় কাঞ্চন বানুকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াৎ জানান, স্ত্রীকে হত্যাকারী মহর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।