Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে পৌঁছেছে সুবীর নন্দীর লাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১০:২৭ এএম

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর লাশ সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে। সকাল ১১টায় সর্বসাধারণের জন্য তাঁর লাশ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী।

আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে তাঁর লাশ ঢাকায় এসে পৌঁছায়।

বিমানবন্দর থেকে সকালেই তাঁর মরদেহ নেয়া হয় ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে। সেখান থেকে সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাঁর লাশ নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সুবীর নন্দী প্রথম গান করেন ১৯৭৬ সালে আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। চলচ্চিত্রে প্লেব্যাক করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ