পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দেশের কোনো না কোনো প্রান্তে সড়কে প্রাণ ঝরছেই। এটা থামছে না মোটেও। প্রতিদিনই যোগ হচ্ছে সংখ্যাটা। এমন বিষাদময়তা কাম্য নয়, গ্রহণযোগ্যও নয়। এর থেকে মুক্তি জরুরি। প্রতিদিনের এই অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যায় না। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে এই অপমৃত্যুর প্রতিকার বের করতে হবে। যানবাহনের মতো জীবন বিধ্বংসী কাজে যে কেউ চালক-লাইসেন্স পাবে কেন শুধু টাকা খরচ করে। রাষ্ট্রের এই বিভাগের দায়িত্বশীলদের ভাবতেই হবে। টাকা খেয়ে সব কাজ করা যায় না। আইনের কঠোরতা ও প্রয়োগ দরকার কোনো ধরনের সহানুভূতির ওপরে থেকে। সড়ক দুর্ঘটনার প্রধান কারিগর হচ্ছে চালক। এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী সামান্য অর্থের বিনিময়ে গাড়ি চালানোর লাইসেন্স দিয়ে দেয়। সড়ক দুর্ঘটনা রোধে প্রধান কাজটিই হচ্ছে চালকদের তদন্তের অধীনে আনা। যাচাই-বাছাই করে লাইসেন্স দেওয়া। যোগ্য ও দক্ষ চালক নয়, তার লাইসেন্স বাতিল করা। নতুন লাইসেন্স নিতে আসাদের অনেক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে লাইসেন্স দেওয়া।
মির্জা আবু হেনা কায়সার টিপু
উত্তরা, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।