Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ৭:৫৯ পিএম

রংপুরের পীরগঞ্জের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলুকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিজ্ঞ বিচারক গোলাম রসুল এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে রংপুরের পীরগঞ্জের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু পীরগজ্ঞের ধাপেরহাট বাজার থেকে সার ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে রাত ৮ টার দিকে পীরগজ্ঞ বন্দরে মটর সাইকেল যোগে ফেরার পথে খেজমতপুর বাজারের কাছে একদল সন্ত্রাসী তার পথরোাধ করে হাতে থাকা রামদা দিয়ে কুপিয়ে আহত করে এবং তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও মটর স্ইাকেল ছিনতাই করে নিয়ে যায়। গুরতর আহত অবস্থায় বুলুকে প্রথমে পীরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় পরের দিন তার বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে পীরগজ্ঞ থানায় মামলা দায়ের করে। পুলিশ ৭ আসামীকে গ্রেফতার করে। এদের মধ্যে দুই আসামী সার ব্যবসায়ী বুলুকে হত্যা করে মটর সাইকেল ও নগদ অর্থ ছিনতাই করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে এবং ঘটনার সাথে জড়িতদের নাম প্রকাশ করে। তদন্ত শেষে ৮ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ বিজ্ঞ বিচারক আসামী বিপ্লব ওরফে দীপু, সাইফুল ইসলাম ও বাদল মিয়াকে ফাঁসির আদেশ প্রদান করেন। অপর চার আসামী জহুরুল ইসলাম, শাহানুর , মিলন ও মোফাজ্জল হোসেনকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ