Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিডল্যান্ড ব্যাংক- হোটেল রেডিসন ব্লু ঢাকা চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ৬:৫২ পিএম

মিডল্যান্ড ব্যাংক লি. এবং দেশের অন্যতম পাঁচ তারকা চেইন হোটেল রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেন এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ মে) ঢাকার বিমান বন্দর সড়কে অবস্থিত হোটেল রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক লি.- এর রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক এবং হোটেল রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেন এর মহা-ব্যবস্থাপক আলেক্সজেন্ডার হৈসলার, স্ব স্ব প্রাতষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক লি.-এর ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকরা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর পক্ষ থেকে বাফেট ডাইনিং-এ একটি কিনলে একটি ফ্রী সুবিধা পাবেন।

হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের এ্যাসিস্টেন্ট ডিরেক্ট ফুড এন্ড বেভারেজ কাজী শাজেদুল হাই, হেড অব সেলস এন্ড মার্কেটিং মো. শারফুদ্দিন নেওয়াজ এবং চীফ অ্যাকাউন্ট্যান্ট শফিকুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংক লি.-এর হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ