পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মিডল্যান্ড ব্যাংক -প্রাইমাডলার অপারেশনস লি.-এর সাথে যৌথভাবে রপ্তানীকারকদের জন্য ফিনটেকভিত্তিক ফ্যাক্টরিং সেবা চালু করবে। এর ফলে স্থানীয় রপ্তানীকারকরা রপ্তানী চুক্তির বিপরীতে তাদের মেয়াদী বিলগুলোর মুল্য তাৎক্ষনিক গ্রহন করতে পারবেন। এতে রপ্তানীকারকদের নগদ অর্থের প্রবাহ বাড়বে।
ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার (২৯ আগস্ট) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এর উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান খোন্দকার তৌফিক হোসেন এবং প্রাইমাডলার অপারেশনস লি.-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মনোয়ার উদ্দিন স্ব স্ব প্রাতষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রাইমাডলার এর সদর দপ্তর যুক্তরাজ্যে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমানে বিশ^ব্যাপি তাদের ১২টি অফিস রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইমাডলার অপারেশনস লি.-এর বাংলাদেশ লিয়াজো অফিসের মুখ্য অ্যাকাউন্ট অফিসার কাজী সারুয়ার জাহান সানি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।